E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর- ৪: প্রচারনায় শীর্ষে নৌকা, ঈগল খুড়িয়ে খুড়িয়ে 

২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:৫৮:৪৭
গাজীপুর- ৪: প্রচারনায় শীর্ষে নৌকা, ঈগল খুড়িয়ে খুড়িয়ে 

কাপাসিয়া প্রতিনিধি : দিন যত এগিয়ে যাচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণের দিন ততোই ঘনিয়ে আসছে। এরইমধ্যে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণার মাঠ।

আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল, বিএনএফ এর টেলিভিশন, স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। আওয়ামী লীগের নৌকা প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, জাতীয় পার্টির শামসুদ্দিন খাঁন ও স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ব্যাপক প্রচার কার্য চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, নৌকার প্রার্থীর প্রচার প্রচারনায় শীর্ষে রয়েছে। জাতীয় পার্টির লাঙ্গল চলছে ডিলেডালাভাবে আর স্বতন্ত্রের ঈগল চলছে খুড়িয়ে খুড়িয়ে।

ঈগল মার্কা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জাদরাইল বিতর্কিত কতিপয় আওয়ামী লীগ নেতারা মাঠে থাকলে-ও প্রচার প্রচারনায় এখনও জমিয়ে উঠতে পারেনি। এদিকে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি তার নিজ এলাকার রায়েদ ও সিংহস্রী ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশটির অধিক নির্বাচনী পথসভা করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির কমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা,আওয়ামী লীগ নেতা ফজলুল হক মোল্লা, সাংবাদিক মজিবুর রহমান (মিলন), ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা, ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন প্রমুখ।

এদিকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার শামসুদ্দিন খাঁন বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করছেন বলে দলীয় সুত্রে জানা যায়। অপরদিকে স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী আলম আহমেদ উপজেলার কাপাসিয়া ও দুর্গাপুর এলাকায় নির্বাচনী পথসভা করেন। এ-সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, আবদুর রশিদ সরকার, সাবেক ভিপি মাহাবুবুল আলম বাবলু, ভিপি আইয়ুব, কৃষক নেতা কনক সহ কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test