E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল ধরতে ব্যাপক অভিযান

২০১৪ নভেম্বর ১০ ১৭:৪৯:৩৪
সিংড়ায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল ধরতে ব্যাপক অভিযান

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কাগজপত্র ও হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের ধরতে ব্যাপক অভিযান চলছে। সোমবার পৌর শহরের বালুয়া বাসুয়া মোড় ও নিংগইন বাজার এলাকায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের এ অভিযান পরিচালনা করতে দেখা যায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ড্রাইভিং লাইসেন্সবিহীন বেপরোয়া গাড়ী চলাচলে মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তাছাড়া মাত্রারিক্ত মোটর সাইকেল চালকরা মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করেন না। উপজেলা আইন শৃংখলা কমিটির সাধারণ সভায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ককে যানবাহন চলাচল নিরাপদ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫টি কাগজপত্র ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর কাগজপত্র ও হেলমেট দেখে ২২টি গাড়ী ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

(এমএমএ/এএস/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test