E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে উন্নত ব্যবস্থাপনায় কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষ প্রদর্শনীতে মাঠ দিবস 

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩১:২৪
দিনাজপুরে উন্নত ব্যবস্থাপনায় কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষ প্রদর্শনীতে মাঠ দিবস 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে উন্নত ব্যবস্থাপনায় কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষ প্রদর্শনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলার উথরাইল দামপুকুর গ্রামে কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ'র সহুযোগিতায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের'বাস্তবায়নে উন্নত ব্যবস্থাপনায় কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষে প্রদর্শনীতে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর মৎস্য অধিদপ্তের জেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ্ আলম শাহী।

পুকুরে কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষে সফল মৎস্য চাষি মোছা. মিনারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের মৎস্য কর্মকর্তা মো.রায়হান আলী, সম্মিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন আব্দুল হাকিম মিয়া, সহকারি মৎস্য কর্মকর্তা মো. সমশের আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় দিনাজপুর মৎস্য অধিদপ্তের জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন,
পুকুরে কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষে দিনাজপুর জেলায় কৃষিনির্ভর অর্থনীতিতে ব্যাপক সাফল্য বয়ে এনেছে।

মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সর্বোপরি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান সমপ্রসারিত করার সুযোগ আরও বেড়েছে এই কার্প-গলদা চিংড়ি মাছের মিশ্রচাষে।গলদা চিংড়ি বর্তমানে দেশে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বিশ্বব্যাপী গলদা চিংড়ির ক্রমবর্ধমান চাহিদা, স্বাদ এবং মূল্যের কারণে বাংলাদেশে এর চাষ দ্রুত সমপ্রসারিত হচ্ছে। আমাদের দিনাজপুরের আবহাওয়া ও পানির গুণগতমান গলদা চিংড়ি চাষের জন্য খুবই উপযোগী। গলদা চিংড়ির চাষ বৃদ্ধি পেলে যেমন কর্মসংস্থান ও আমিষের যোগান বাড়বে তেমনি বৈদেশিক মুদ্রার আয় ও অনেকাংশে বৃদ্ধি পাবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test