E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ৪০০ মেট্রিকটন চাল মজুদ রাখার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:১৬:৫৮
দিনাজপুরে ৪০০ মেট্রিকটন চাল মজুদ রাখার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ৪০০ মেট্রিকটন আতপ চাল ৩ মাসের অধিক সময় মজুত রাখার অপরাধে শিপন অটো রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে মজুত বিরোধী কমিটি ও  ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় দিনাজপুরের সদর উপজেলা একবারপুর বাঁশেরহাট লোহার গেট শিপন অটো রাইস মিলে মজুদ বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়ের দেয়া অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাথী দাস এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তার মিলের গোডাউনে ৪০০ মেট্রিকটনের বেশি আতপ চাল মজুদ পাওযা যায়। যা ৩ মাসের অধিক সময় ধরে মজুদ রাখা হয়। যা খাদ্য আইনের পরিপন্থি। সে কারণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাথী দাস কাদ্য উৎপাদন, মজুদ,পরিবহন, সরবরাহ,বিতরণ ও বিপনন(ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩ এর ৩ (ঘ) ধারায় উল্লেখিত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি ফেরদৌস আহম্মেদের ২ লক্ষ টাকা জরিমানা করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, বিকেলে ধান ও চালের বাজারমূল্য ও মজুদ কার্যক্রম তদারকি হিসেবে এই অভিযান চালানো হয়। প্রতিদিনই কোন না কোন স্থানে এই অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

একবারপুর বাঁশেরহাট লোহার গেট শিপন অটো রাইস স্বত্তাধিকারি ফেরদৌস আহম্মেদের বাড়ি দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বলে জানা গেছে।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test