E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলি বন্দরে অসময়ের সবজি ভারতীয় সজনে ডাঁটা আমদানি

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:৪৭:৩৫
হিলি বন্দরে অসময়ের সবজি ভারতীয় সজনে ডাঁটা আমদানি

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে অসময়ে আমদানি হচ্ছে  ভারতীয় সজনে ডাঁটা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হিলি চেকপোস্ট দিয়ে একটি ট্রাকে ৭ মেট্রিকটন ৩৮০ কেজি  ভারতীয় সজনে ডাঁটা এবন্দরে প্রবেশ করেছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (০৮,ফেব্রুয়ারি) ৭ টন ৩৮০ কেজি সজনে ডাঁটা ভারত থেকে আমদানি করা হয়েছে। দুপুরে এক মিনি ট্রাক সজনে ডাঁটা এসে পৌঁছিয়েছে। যেহেতু এগুলো কাঁচা পচনশীল পণ্য, সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

আমদানিকারক আমজাদ হোসেন বলেছেন,দেশের বাজারে এখনও দেশি সজনে ডাঁটা উঠেনি। তাই অসময়ের এই সজনে ডাড়া আমিদানি করলাম।
আশা করছি, বাজারে এই ডাঁটাগুলোর চাহিদা বেশি পাবো। তবে বাজার দর কত পাবো, সেটা বাজারজাত করলে বোঝা যাবে। দেশে এ মৌসুমে আমিই প্রথম আমদানি করলাম।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test