E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুরি হওয়া ৪ টি মোটর সাইকেলসহ ৪ চোর গ্রেপ্তার, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায়  মামলা

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৩:৩৩
চুরি হওয়া ৪ টি মোটর সাইকেলসহ ৪ চোর গ্রেপ্তার, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায়  মামলা

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ১১ ফেব্রুয়ারি  রবিবার ময়মনসিংহ ০১নং পুলিশ ফাড়ির ইনচার্জ  ইনেসপেক্টর  সহিদুল ইসলাম ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল মিয়া, এসআই (নিঃ) ফারুক আহমেদ, এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, এএসআই (নিঃ) কামাল মিয়া,  ০১নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স সহ চোরাই  মোটরসাইকেল সহ আসামী গ্রেফতারের নিমিত্তে গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়বদেবপুর থানাধীন সিড়ির চালা কাইয়াপাড়া এলাকা এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি যাওয়া ০১টি মোটরসাইকেলসহ আসামীদের হেফাজতে থাকা আরো ০৩টি মোটরসাইকেলসহ মোট ০৪টি চোরাই মোটরসাইকেল এবং ০৪জন আসামী ।

আসামীরা হলেন- ১। মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩০), পিতা শহিদুল ইসলাম (জন্মদাতা), বর্তমান পিতা মোখলেসুর রহমান, মাতা- হেলেনা বেগম, সাং-লেংড়ার মোড়, বলাশপুর বড়বাড়ী, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। পিয়াল হাসান(২৫), পিতা রমজান আলী, মাতা-পারভীন বেগম, সাং-৪৯/এ,বাঘমার, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,৩। মুছা মিয়া (৩৫), পিতা সাঈদ মিয়া, মাতা-হনুফা বেগম, সাং-পুনিয়াউট, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া ৪। আসাদুল ইসলাম (৩০), পিতা-আজিজুল ইসলাম আজিত, মাতা-আছমা বেগম,সাং-বলাশপুর (পাওয়ার হাউজ রেলওয়ে কলোনী), থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের নিকট হতে ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্নিত চোর চক্রের সদস্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করিয়া ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করিয়া বিভিন্ন জেলা/থানায় মোটরসাইকেল চুরি করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করিয়া আসছিলো।

আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন ও মটর সাইকেল কোতোয়ালি মডেল থানায় জমা করা হয়।

উল্লেখ্য ইনেসপেক্টর সহিদুল ইসলাম অত্র ফাড়ীতে যোগদানের পরে এলাকায় চুরি, মাদক ব্যবসা, হকার মুক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় তিনি যথেষ্ট উদ্যোগে এগিয়ে আছেন।

(এনআরকে/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test