E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

২০১৪ নভেম্বর ১৪ ১৭:২১:০৭
রামগঞ্জে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৬৮ জন সহকারী শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এমন কি উপজেলা শিক্ষা কর্মকর্তার পদও শূন্য হওয়ায় নুয়ে পড়েছে শিক্ষাব্যবস্থা। এসব স্কুল ও শিক্ষা অফিসের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত দিয়ে।

অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা জানান, কোমলমতি শিশুশিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। ঐসব স্কুলের ২০১৪ সালের সমাপনী শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিযোগিতামূলক শিক্ষাঙ্গনে এবারের ফলাফল নিয়ে চিন্তায় আছেন।


উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপাপ্ত কর্মকর্তা মোঃ মিনহাজউদ্দিন জানান, কলচমা, উত্তর দরবেশপুর, নুনিয়াপাড়া, শেফালীপাড়া, নওয়াগাঁও বালিকা, কাশিমনগর, হানুবাইশ, নাগমুদবাজার, নাগমুদ মধ্যপাড়া, নাগমুদ মজিদিয়া, পূর্ব করপাড়া, আশার কোটা, শিং বাইশসহ ২১টি ও সদ্য সরকারি হওয়া রেজিস্ট্রার স্কুলের মধ্যে দক্ষিণ জগত্পুর, ফকিরপুর, শ্রীপুর, অভিরামপুর, রতনপুর কালিতলা, পূর্ব শেফালীপাড়া তরুলতা, কমরদিয়া মধুপুরসহ ২৬টিসহ মোট ৪৭টি স্কুলে প্রধান শিক্ষক নাই।

(এমএইচপি/পি/নভেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test