E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা 

২০২৪ মার্চ ২৫ ১৮:৫৫:৪০
চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা 

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল তিনটায় চুয়াডাঙ্গা প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই সভার আয়োজন করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখা। 

সভায় সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ্যাড. মানিক আকবর। এসময় সভাটি সহযোগিতায় ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সভার শুরুতে, ক্যাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ব্যবসা করতে সচ্ছতার সাথে। কোন খাদ্য পণ্যে কীটনাশক প্রয়োগ করা যাবে না। খাদ্য ভেজাল মুক্ত করতে হবে তা নিয়ে আলোচনায় উঠে আসে। একই সাথে বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আর রমজান মাসে বাজারে পণ্যের দামও স্বাভাবিক করতে হবে। বাজার মনিটরিং বাড়াতে হবে। কৃত্রিম সংকট কাজে লাগিয়ে বাজারে অরাজনৈতিকা সৃষ্টি করা যাবে না। মাঠ পর্যায়ে কৃষকদেরও সচেতন করতে হবে তাহলে বাজারটাও স্বাভাবিক করতে হবে।এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি মনঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার, ব্র্যাকের জেলা সমন্বয়কারি মানিক বড়ুয়া, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারি সাইদুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী,বিশিষ্ট ব্যাবসায়ি কিশোর কুমার কুন্ডু প্রমুখ।

(এসএল/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test