E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গেট নির্মাণের ৬ মাস না যেতেই ফের বরাদ্দ নিলেন প্রধান শিক্ষক

২০২৪ এপ্রিল ৩০ ১৯:১০:১৮
গেট নির্মাণের ৬ মাস না যেতেই ফের বরাদ্দ নিলেন প্রধান শিক্ষক

বিশেষ প্রতিনিধি : পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের অর্থায়নে দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হয়। তবে ৬ মাস না যেতেই এবার গেট সংস্কারের জন্য জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ নিয়েছেন প্রধান শিক্ষক।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাসেদা খাতুন জেলা পরিষদ থেকে ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি তহবিল থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ নেন। তবে জেলা পরিষদের মহিলা সদস্য সফুরা খাতুন বলছে মিথ্যা তথ্য দিয়ে বরাদ্দ নিয়েছে প্রধান শিক্ষক।

এর আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের বরাদ্দের ১ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন গেট নির্মাণ করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা। গেট নির্মাণ কাজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে শেষ হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর জেলা প্রশাসক স্যারের বরাদ্দে ১ লক্ষ টাকা ব্যয়ে গেট নির্মাণ করা হয়। গেট নির্মাণের সকল কার্যক্রম দেখভাল করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তবে মাত্র ৬ মাসের ব্যবধানে এই গেট সংস্কারের জন্য বরাদ্দ নেওয়া দুঃখজনক।

জেলা পরিষদের মহিলা সদস্য সফুরা খাতুনের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বলেছিলেন গেট নির্মাণ করতে গিয়ে অনেক টাকা বাকি আছে। সেই জন্য আমার বরাদ্দ থেকে গেট নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাসেদা খাতুনের সাথে মুঠোফোনে কথা হলে প্রথমে বরাদ্দের বিষয়ে তিনি কিছু জানেন না বলে ফোন কেটে দেন। পরে আবারও মুঠোফোনে কথা হলে তাকে প্রশ্ন করা হয়, আপনি তো প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, আপনি তো ১শ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। তখন তিনি একটি ফোন নাম্বার দিয়ে বলেন তাকে কল করতে। তিনি এই প্রকল্পের কে জানতে চাইলে তিনি বলেন, সে মন্ত্রীর খালাতো বোনের, আপনি তার সাথে কথা বলেন!

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গেট নির্মাণের জন্য মহিলা সদস্য সফুরা খাতুন ১ লক্ষ টাকা বরাদ্দ দিছে। যদি মিথ্যা তথ্য দিয়ে বরাদ্দ নেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test