E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'খুনিরা যে দলেরই হোক, তাদের দ্রুত গ্রেফতার করা হবে'

২০১৪ নভেম্বর ২২ ১৯:৫৭:২১
'খুনিরা যে দলেরই হোক, তাদের দ্রুত গ্রেফতার করা হবে'

নওগাঁ প্রতিনিধি : শনিবার বিকেলে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সহ-সভাপতি ওহিদুর ইসলামের স্মরনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরন সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক।

সভায় তিনি বলেন, ওহিদুর ইসলাম ছিল মুজিব আদর্শের একজন সৈনিক। তার মধ্যে কোন লোভ লালসা ছিল না। ছিল না কোন নেতৃত্বের লোভ। সে ছিল আওয়ামীলীগের নিবেদিত ত্যাগী নেতা। ঘাতকরা তাকে নৃশংস ভাবে হত্যা করেছে। খুনিরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি ওহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, থানা আ‘লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভীন আকতার, জেলা শ্রমিকলীগের সভাপতি জহুরুল ইসলাম মিলন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাবেক ভিপি আঃ কুদ্দছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল হোসেন, মামুন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

বক্তারা, অবিলম্বে স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ওহিদুর ইসলামের নৃশংস ভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে খুন হন নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওহিদুর ইসলাম (৪০) ও তার ছোট ভাই ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহীন (৩৮)। নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপাঁচি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

(বিএম/অ/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test