E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যারা ৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত সরকার তাদের বিচার করছে

২০১৪ নভেম্বর ২৮ ১৬:৫২:০৫
যারা ৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত সরকার তাদের বিচার করছে

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতের তদন্ত সংস্থার প্রতিনিধি সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ছানাউল হক বলেছেন, “আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আদালত ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধীকারীদের বিচার করছে না, যারা এসময় মানবতাবিরোধী অপরাধের সাথে সরাসরি  জড়িত ছিল সরকার তাদের বিচার হচ্ছে।

ইতিমধ্যে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতে ৫০জন মানবতবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে, কিছু আসামীর রায়ও হয়েছে। এরই ধারবাহিকতায় উপজেলা পর্যায়ে মানবতা বিরোধী অপরাধরে সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত সংস্থা কার্যক্রম শুরু করেছে।”

তিনি আজ শুক্রবার (২৮নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এ ব্যাপারে সকলকে সঠিক ও নির্ভূল তথ্য দিয়ে তদন্ত সংস্থাকে সহযোগিতার আহবান জানান ।

সকাল ১১টার সময় বড়লেখা পৌরসভা মিলনাতয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতে তদন্ত সংস্থার পুলিশ সুপার হরিপদ দেবনাথ, তদন্ত সংস্থার সদস্য শাহাজাহান কবির , উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ প্রনয় কুমার দে, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন,পৌর মেয়র ফখরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।

(এলএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test