E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর চিনিকলে মাড়াই শুরু শুক্রবার

২০১৪ ডিসেম্বর ০৪ ১৪:৪৬:৪৪
ফরিদপুর চিনিকলে মাড়াই শুরু শুক্রবার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলে ৩৯তম মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে শুক্রবার। 

২০১৪-১৫ মাড়াই মৌসুমে টানা ১১০ দিন মিল চালু রেখে এক লাখ ২০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মিলের ৮৫০ জনেরও বেশি কর্মী।

ফরিদপুর সুগার মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) এস. এম আলাউদ্দিন জানান, মিলজোন এলাকায় ১০ হাজার আখচাষী রয়েছেন। প্রতিবছরই আখ চাষীর সংখ্যা কমে যাচ্ছে। তবে নানাভাবে স্থানীয় কৃষকদের আখ চাষে উৎসাহিত করা হচ্ছে।

এবার মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা পুরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test