E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ৪টি গাড়ীতে আগুন

২০১৫ জানুয়ারি ১২ ১৫:০৩:০২
গাজীপুরে ৪টি গাড়ীতে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ২০ দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ৪ গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় এবং ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে পিকেটাররা। পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভায়। এ সময় সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদার ও ও ছাত্রদল নেতা ইকরামুলকে আটক করে। সকাল পৌনে ৮টার দিকে জয়দেবপুর শহরের রেলক্রসিং এলাকায় সিমেন্টবাহী আগুন দিয়ে পালিয়ে যায় পিকেটাররা। পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। সকাল ৯টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় পিকেটারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করে। এক পর্যায়ে পিকেটাররা একটি লেগুনায় ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জনতা পুলিশের সহায়তায় আগুন নেভায়। দুপুরে পৌণে ১২টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানি এলাকায় পিকেটাররা একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাংচুরের সময় আহত হয় সিএনজি অটো রিকশার চালক আসাদ (২৭)। সে গাজীপুরের শ্রীপুরের মোহাম্মদ আলীর ছেলে। এছাড়া রোববার রাতে ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২০ দলীয় জোটের দুই কর্মীকে আটক করা হয়েছে।
অপর দিকে শ্রীপুর থানার ওসি মহসিন-উল-কাদের জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।

এদিকে হরতাল চালাকালে সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল বৃদ্ধি পায়। আভ্যন্তরীণ রুটে বাস, লেগুনা, সিএনজি, ইজিবাইক, রিকশা জাতীয় যানবাহন চলাচল করছে। দুরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা শহর, চান্দনা চৌরাস্তা ও আশপাশ এলাকায় দোকানপাট বিপনী বিতান খোলা রয়েছে।

উল্লেখ্য, ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে জেলা বিএনপি।
(এসএমএ/পিবি/জানুয়ারি ১২,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test