E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গুড়ায় রেলব্রিজের গার্ডারের ধাক্কায় ৩ যাত্রী নিহত

২০১৫ জানুয়ারি ১২ ১৮:৩৬:০৯
ভাঙ্গুড়ায় রেলব্রিজের গার্ডারের ধাক্কায় ৩ যাত্রী নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঢাকা থেকে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে গিয়ে রেলব্রিজের গার্ডারের ধাক্কায় প্রাণ হারালেন তিন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দিবাগত রাত চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের গার্ডারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লোহাগাড়ি গ্রামের মাহাতাব আলীর ছেলে মাতুব্বর আলী (২৫), টানু প্রামানিকের ছেলে জিয়া ইসলাম (২৪) ও ফিটু হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২২)। গুরুতর আহত একই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে বাবু (২২) নাম জানা গেলেও অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।

চাটমোহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মহিউল ইসলাম জানান, ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেন। বিশ্ব এজতেমা ও অবরোধের কারণে প্রচুর যাত্রী থাকায় অনেকে বাধ্য হয়ে ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজ অতিক্রম করার সময় ঘন কুয়াশার কারণে বুঝতে না পারায় ব্রিজের গার্ডারের ধাক্কায় ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। ট্রেনটি চাটমোহর রেলস্টেশনে থামার পর ছাদের যাত্রীদের চিৎকারে সেখান থেকে তিনজনের মৃতদেহ ও কয়েকজনকে আহত অবস্থায় নামান ট্রেনের নিরাপত্তাকর্মীরা।
পরে পুলিশী ঝামেলা এড়াতে নিহত তিনজনের মরদেহ সাথে থাকা তাদের স্বজনরা দ্রুত নিয়ে যান এবং আহতরা স্থানীয়দের সহায়তায় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করে। পরে বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে জানানো হয় বলেও জানান চাটমোহর স্টেশনে মাস্টার মহিউল ইসলাম।

শিবগঞ্জ উপজেলার চক তিরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার এ আলম নিহত তিনজনের নাম পরিচয় নিশ্চিত করে জানান, সোমবার দুপুর একটার দিকে নিহত ওই তিনজনের মৃতদেহ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। রেলব্রিজের গার্ডারের ধাক্কায় তারা মারা গেছে বলে জেনেছি। তারা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রসঙ্গত, কৈডাঙ্গা রেলব্রিজের উপরের গার্ডার অপেক্ষাকৃত অত্যন্ত নিচু হওয়ায় মাঝে মধ্যেই ট্রেনের ছাদে যাতায়াত করা যাত্রীরা ধাক্কা খেয়ে হতাহত হন।

উল্লেখ্য, অবরোধ ও বিশ্ব ইস্তেমার আখেরী মোনাজাত শেষে যাত্রীর প্রচন্ড ট্রেনে উপচেপড়া ভিড়ের কারণে অসংখ্যা মানুষ ছাদে বাড়ি ফিরতে দুর্ঘটনায় নিহত ও আহত হয়। দূর্ঘটনা বহুল কৈডাঙ্গা ব্রিজের দুই পাড়ে এসময় রেলের সতর্কতামূলক কোন ব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় শিকার হণ মুসল্লীরা বলে স্থানীয় অধিবাসীরা জানান।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test