E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের ঝিনাইগাতীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

২০১৫ জানুয়ারি ১২ ২১:৩৩:২২
শেরপুরের ঝিনাইগাতীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমকে হত্যা চেষ্টা এবং দলীয় অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার প্রধান হোতা যুবলীগ নেতা আবু তাহেরকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যায় নকলা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আবু তাহের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত জাল মামুদ ওরফে জালু সেকের ছেলে এবং ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। ১৩ জানুয়ারি মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে দলের সুবিধাভোগী হয়েও পরে পদবঞ্চিত একটি অংশের প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে গত ২৮ নবেম্বর রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমকে হত্যা চেষ্টা এবং দলীয় অফিসে হামলা ও ভাংচুর করা হয়। যুবলীগ নেতা আবু তাহের ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহম্মেদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী উপজেলা এ হামলা ও ভাংচুরের গটনা ঘটায়। এতে এসএমএ ওয়ারেজ নাঈমসহ ৭জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। এক পর্যায়ে দলীয় নেতা-কর্মীসহ আশেপাশের লোকজন তাদের উদ্ধার করতে গেলে তারা পুনঃপুন পেট্রোল বোমা নিক্ষেপ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। ওই ঘটনায় মারপিট ও গুরুতর জখম এবং ত্রাস সৃষ্টির পৃথক দু’টি মামলায় ৮০/৮৫ জন দলীয় নেতা-কর্মীকে আসামী করা হয়। পরে পুলিশ দ্রুত বিচার আইনের মামলায় রজব মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে ওই মামলায় ৬৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অন্যরা এখনও পলাতক রয়েছে। এছাড়া মারপিট ও গুরুতর জখমের মামলাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় সোনার বাংলা সার্ভিসের একটি বাসে করে শেরপুর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে গোপন সংবাদে পুলিশ ঘটনাটি জানতে পারে। নকলা থানার সম্মুখে ওই বাসটিতে তল্লাসী চালিয়ে যুবলীগ নেতা আবু তাহেরকে পুলিশ গ্রেপ্তার করে।

ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান আবু তাহেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে দু’টি মামলায় আদালতে সোপর্দ করা হবে।

(এইচবি/অ/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test