E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে জ্বালানী তেলের সংকট

২০১৫ জানুয়ারি ১৫ ২১:১৪:৪১
দিনাজপুরে জ্বালানী তেলের সংকট

দিনাজপুর প্রতিনিধি : বিএনপি-জামায়াত জোটের অব্যাহত অবরোধ কর্মসূচী আর নাশকতামূলক কর্মকান্ডের কারনে দিনাজপুরে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে। দিনাজপুরের অধিকাংশ জ্বালানী তেলের পাম্পে বিশেষ করে পেট্রোল সংকট তীব্র আকার ধারন করেছে।

দিনাজপুর জেলা জ্বালানী তেল পাম্প মালিক ও জ্বালানী তেল পরিবেশক সমিতির সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, জেলার প্রায় ১’শটি পাম্পে দৈনিক ডিজেলের চাহিদা ১ লাখ ২০ হাজার লিটার এবং পেট্রোলের চাহিদা ৫০ হাজার লিটার। কিন্তু অবরোধের কারনে মোটরসাইকেল বেশী চলাচল করায় পেট্রোলের দৈনিক চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার লিটার।

গত ৬ জানুয়ারী থেকে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচী চলায় পার্বতীপুর ডিপো থেকে তেল আনতে পারছে না জ্বালানী তেল পরিবেশকরা। একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, অবরোধ কর্মসূচী উপেক্ষা করে জ্বালানী তেল পরিবেশকরা তেল আনার চেষ্টা করে। কিন্তু বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে দিনাজপুরের রানীরবন্দরে একটি এবং দিনাজপুর শহরের লিলির মোড়ে আরেকটি ট্যাংকলড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও গত কয়েকদিনে দিনাজপুর জেলায় ১১টি ট্রাকে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এর ফলে পার্বতীপুর আঞ্চলিক ডিপো থেকে জ্বালানী তেল আনতে পারছে না জ্বালানী তেল পাম্প মালিক ও পরিবেশকরা। আর এ কারনেই দিনাজপুরে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে।

তবে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীন জানান, পার্বতীপুর আঞ্চলিক ডিপো থেকে রংপুর বিভাগের ৮টি জেলায় নির্বিঘ্নে জ্বালানী তেল সরবরাহে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দিনাজপুরের প্রতিটি পাম্পে পুলিশ নিরাপত্তায় তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অবস্থায় দিনাজপুরে তেল সংকট দেখা দেয়ার কথা নয় বলে জানান তিনি।

(এটি/এসসি/জানুয়ারি,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test