E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে নদী-খাল-জলাভূমি ও সুন্দরবন সুরক্ষায় মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৭:৪৭:০৯
বাগেরহাটে নদী-খাল-জলাভূমি ও সুন্দরবন সুরক্ষায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : ভবিষ্যতের জন্য জলাভুমি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে রবিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা চত্ত্বরে নদী-খাল-জলাভূমি ও সুন্দরবন সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
মানবন্ধন চলাকালে বক্তরা বলেন, সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষা করতে হলে বিপন্ন মংলা ঘষিয়াখালী চ্যানেল, এলাকার নদী-খাল ও জলাভূমি গুলো উন্মুক্ত রাখতে হবে। এসব নদীখাল জলাশয় সমূহকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে। নদী-খালের উপর সকল  স্থাপনা উচ্ছেদ করে এর প্রবাহ সচল রাখতে হবে। যাতে এগুলোতে নেভিগেশন, পানি নিষ্কাশনের মাধ্যম হিসেবে ব্যবহারিত হতে পারে। জলাশয়নের উপর জনগনের অধিকার পুরো মাত্রায় প্রতিষ্ঠিত হয়।

অপরিকল্পিত চিংড়ি চাষের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় এর মাধ্যমে জনজীবনে যে অস্বস্তি নেমে এসেছে তা দূরীকরণে তড়িৎ ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সুন্দরবনের পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য জোর দাবী ও রামসার সনদে অন্তর্ভুক্ত জলাভূমি ও বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন সংরক্ষনে অগ্রণী ভূমিক সকলকে পালনের আহবান জানানো হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ(সিডিপি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন –বাপা ও সীডস্ এর উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়।

বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও সিডিপি’র কোস্টাল এরিয়ার উপদেষ্টা শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাপা’র সমন্বয়কারী মো: নূর আলম সেখ, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সাধারন সম্পাদক, প্রভাষক মো: বজলুর রহমান, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, পিস-গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব আকবার আলীসহ ক্লাইমেট ক্লাব। মানবন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন প্রমুখ।

(একে/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test