E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৩৪ জেলে আটক

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৩:০১:২৯
অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৩৪ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় নৌবাহিনীর সদস্যরা আটক ভারতীয় ট্রলারে তল্লাসি চালিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান সামুদ্রিক মাছ উদ্ধার করে।

শুক্রবার গভীর রাতে নৌবাহিনী আটককৃত জেলেদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করেছে। শিকার করা ওই মাছ মৎস্য বিভাগের মাধ্যমে নিলামে বিক্রি করে দিয়েছে নৌবাহিনী। আটককৃতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

বৃহষ্পতিবার সকালে মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস শহীদ মহিবুল্লাহ তিনটি ট্রলারসহ জেলেদের আটক করে। এই ঘটনায় নৌবাহিনী বাদী হয়ে আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় একটি মামলা করেছেন।

নৌবাহিনীর বরাত দিয়ে মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি সকালে জানান, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মালিকের দান’, ‘এফবি প্রসেনজিৎ’ ও ‘এফবি সনাতন’ নামে তিনটি ট্রলারসহ ৩৪জন ভারতীয় জেলেকে আটক করে।

শুক্রবার রাত দুইটার দিকে নৌবাহিনী আটককৃত জেলেদের থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় নৌবাহিনী বাদী হয়ে আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় একটি মামলা করেছেন। শুক্রবার দুপুরে এই জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

(একে/এসসি/ফেব্রুয়ারি০৬,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test