E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার জন্মদিবস পালিত

২০১৫ মার্চ ১৭ ২০:৩৯:৩৫
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার জন্মদিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর শহিদুল ইসলাম ও অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর দিলীপ কুমার নাথ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর মোঃ জাকির হোসেন, এপিইসিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহজাহান, ইংরেজি বিভাগের সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজয় দিবস হলের প্রভোস্ট মৃণাল কান্তি বাওয়ালী, প্রভাষক আব্দুল্লাহ আল আসাদ, হাবীবুর রহমান, মোঃ আব্দুর রহমান, জাকিয়া সুলতানা মুক্তা, জামাল উদ্দিন, মোঃ মজনুর রশিদ শিক্ষার্থী অভিজিৎ সাহা ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক তানিয়া আফরিন তন্বী।

বিশেষ আলোচক প্রফেসর শহিদুল ইসলাম তাঁর বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

(এমএইচএম/এসসি/মার্চ১৭,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test