E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীর্ঘ ৪৪ বছর পর কলাপাড়ায় ঈদ উৎসব

২০১৫ জুলাই ১৪ ২০:২০:১০
দীর্ঘ ৪৪ বছর পর কলাপাড়ায় ঈদ উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দেশ স্বাধীনের দীর্ঘ ৪৪ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের লালুয়া ইউনিয়নের ৩ গ্রামের ৫০০০ মানুষ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

মঙ্গলবার এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান। ঈদের পূর্বে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে ঈদ উৎসব।

জানা গেছে, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৫.৩১৫ কিলোমিটার সম্প্রসারিত লাইনের আওতায় কলাপাড়া, ১১নং হাওলা, বানতিপাড়া গ্রামে নতুন এ বিদ্যুৎ লাইন চালু করা হয়। প্

রথম দফায় ২৫১ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল, লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুর ইসলাম তারা ,বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ,পল্লী বিদ্যুতের ডিজিএম মো. লিয়াকত আলী খান প্রমুখ।

(এমকেআর/পিএস/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test