E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সংখ্যালঘু বাড়িতে ফের ডাকাতি, গৃহবধূ আহত

২০১৫ জুলাই ১৬ ১৯:২০:০৯
বাগেরহাটে সংখ্যালঘু বাড়িতে ফের ডাকাতি, গৃহবধূ আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার খানপুরের রনজিৎপুর গ্রামের বিকাশ দেবনাথের বাড়িতে বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বেপরোয়া মারপিটে বিকাশ দেবনাথের স্ত্রী গীতা রানী দেবনাথ (৫৩) নামের গৃহবধু গুরুতর আহত হয়েছেন। তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ক্ষতিগ্রস্থ গৃহকর্তা বিকাশ দেবনাথ জানান, বুধবার রাতে বৃষ্টি হচ্ছিল। তখন তার স্ত্রী একা বাড়িতে ছিলেন। এ সময় একদল ডাকাত ঘরে ঢুকে গৃহকর্তী গীতাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারপিট শুরু করে। ডাকচিৎকার দিতে গেলে গীতা রানীকে মাটিতে ফেলে সজোরে আঘাত করে তার চোখ উপড়ে ফেলতে চেষ্টা চালায়। এতে গীতা রানী অচেতন হয়ে যান। এরপর ডাকাতদল আলমিরা, আসবাবপত্র তছনছ করে মালামাল লুটে নিয়ে চলে যায়। এর কয়েক মাস আগে অনুরূপ ডাকাতদের হামলায় গৃহকর্তা বিকাশ দেবনাথ রক্তাক্ত জখম হন। দু’বছর আগে এ বাড়ি সংলগ্ন বিনয় দাসের বাড়িতে ডাকাতদল হামলা চালিয়ে ব্যবসায়ী বিনয় দাসকে গুলি করে হত্যার পর নিরাপদে চলে চায়। আজও নির্মম ওই ঘটনার অপরাধীরা আটক হয়নি। এছাড়া প্রকাশ্য দিবালোকে এই এলাকায় ছিনতাই ও দস্যুতার ঘটনা অহরহ ঘটছে। একের পর এক এসব ঘটনায় সংখ্যালঘু অধ্যুষিত রনজিৎপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্লা জানান, অপরাধীদের আটকের জন্য জোর চেষ্টা চলছে। যথাশীঘ্র তাদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(একে/পি/জুলাই ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test