E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের টর্নেডোর আঘাতে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত

২০১৫ জুলাই ২৪ ২১:০১:৩২
বাগেরহাটের টর্নেডোর আঘাতে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় শুক্রবার দুপুরে টর্নেডোর আঘাতে দু’টি বসতঘর বিধ্বস্তসহ ১২ টি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও উপড়ে পড়েছে ওই এলাকার বেশ কিছু গাছপালা। টর্নেডোর সময় ঘর চাঁপা পড়ে আহত হয়েছে নাজমা আক্তার (২৪) নামের এক গৃহবধু। 

এলাকাবাসী জানায়, কোন কিছু বুঝে উঠার আগে হঠাৎ টর্নেডোর আঘাতে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত আঃ মজিদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার ও মৃত হাসেম গাজীর ছেলে সহিদুল গাজীর বসতঘর বিধ্বস্ত হয়। এতে ওই ঘরে থাকা সকল আসবাবপত্র, জরুরী কাগজপত্র ও মালামালের ক্ষয়-ক্ষতি হয়। এসময় মনির হাওলাদারের স্ত্রী নাজমা আক্তার ঘর চাঁপা পড়ে আহত হয়েছে। ঘটনার পর পরই তাকে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খাঁন মতিয়ার রহমান ও ইউপি সদস্য সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অল্প এলাকার মধ্যে এ টর্নেডো আঘাত করে। যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি বেশী হয়নি। এছাড়াও ওই এলাকার আরো কমপক্ষে ১০/১২টি বসতঘর, গোয়লঘরসহ গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(একে/অ/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test