E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগর উত্তাল, জেলেরা নিরাপদ আশ্রয়ে

২০১৫ জুলাই ২৫ ২০:১২:১৫
বঙ্গোপসাগর উত্তাল, জেলেরা নিরাপদ আশ্রয়ে

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে থাকায় শনিবার সকাল থেকে সাগর উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের উত্তাল হয়ে বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়ার কারনে টিকতে না পেরে শত-শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় আবহাওয়া বিভাগ সমুদ্র বন্দর মংলা,পায়রা,চট্রগ্রাম ও কক্রবাজারে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করেছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ফিশিং ট্রলারকে পরর্বত্তি নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে। শনিবার আবহাওয়া বিভাগ জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এরাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়ে ঝড়ো হাওয়া বইতে থাকায় বন্দর সমুহকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল আহম্মেদ জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় শনিবার সকাল থেকে কয়েক শ’ ফিশিং ট্ররার ও ইঞ্জিন চালিত নৌকা নিরাপদ আশ্রয়ে সুন্দরবনের ছোট-ছোট খালে নোঙ্গর করেছে। শরণখোলা ও মংলার মৎস্য বন্দরেও অনেক ফিশিং ট্ররার ও ইঞ্জিন চালিত নৌকা নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানাগেছে।

(একে/অ/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test