E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে পিবিআই’র কার্যক্রম শুরু

২০১৫ আগস্ট ১০ ১৭:০৭:০৯
সিলেটে পিবিআই’র কার্যক্রম শুরু

সিলেট প্রতিনিধি : সিলেটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নগরের শাহজালাল উপশহর এলাকায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি অপরাধীদের তথ্য সংগ্রহ করে ক্রিমিনাল প্রোফাইল তৈরি, থানা পুলিশের তদন্ত কার্যক্রমে সহায়তাসহ অন্যান্য দায়িত্ব পালন করবে।

সোমবার দুপুরে এ উপলক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিলেট অঞ্চলের প্রধান রেজাউল করিম মলি­ক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত করেন।

মতবিনিময় সভায় পিবিআই সিলেট বিভাগীয় প্রধান পুলিশ সুপার রেজাউল করিম মলি­ক জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে সিলেট ও মৌলভীবাজারে এ সংস্থাটি কাজ শুরু করেছে। আগামী কিছুদিনের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় পিবিআই কাজ শুরু করবে।

শুরুতে সিলেট ও মৌলভীবাজার জেলায় একজন করে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা প্রধান) হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি জেলায় ছয়জন করে পুলিশ ইন্সপেক্টর, সাতজন করে উপপরিদর্শক, ও চারজন করে সহকারী উপপরিদর্শক সার্বক্ষণিক কর্মরত থেকে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ২০১২ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ ইউনিটের পৃথক তদন্ত সংস্থা হিসেবে ২০১৪ সালের এপ্রিলে প্রথম পর্যায়ে সিলেটসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, কুমিল­া, গাজীপুর, ফরিদপুর জেলায় কার্যক্রম শরু করে।

দ্বিতীয় ধাপে ২০১৫ সালের জানুয়ারিতে দিনাজপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কক্সবাজার, গোপালগঞ্জ, পটুয়াখালী, টাঈাইল, মৌলভীবাজার, বগুড়া ও যশোর জেলায় এবং চলতি জুন মাসে শরিয়তপুর, ফেনী, নারায়ণগঞ্জ, খাগড়াছড়িসহ সাত জেলায় এর কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এর কার্যক্রম শুরু করা হবে।

মতবিনিময় সভায় তিনি জানান, তদন্তের গুণগত মান নিশ্চিতকরণ এবং আলামত নির্ভর বিজ্ঞানভিত্তিক তদন্ত নিশ্চিত করাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মূল লক্ষ্য। এছাড়া চাঞ্চল্যকর হত্যাসহ বিশেষ অপরাধের ঘটনা পুলিশের এ বিভাগটি তদন্ত করে অপরাধের শিকড় খুঁজে বের করবে।

তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সকল কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test