E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হযরত ফাতেমা টেকনিকেল কলেজের শতভাগ পাশ 

২০১৫ আগস্ট ১৩ ১৪:৫৪:২১
বাগেরহাটে হযরত ফাতেমা টেকনিকেল কলেজের শতভাগ পাশ 

বাগেরহাট প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় সারাদেশে ফলাফল বিপর্যয় ঘটলেও অবকাঠামোর অভাবের মধ্যেও বাগেরহাটে হযরত ফাতেমা (রাঃ) মহিলা টেকনিকেল এন্ড বিএম কলেজে জিপি এ-৫সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। শতভাগ পাশ করায় সকালে শহরের বাসাবাটি এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাসের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আনন্দ উল্লাসসহ মিষ্টি বিতরণ করেছে।

এবছর এইচএসসি পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮জন পরিক্ষার্থীর অংশগ্রহন করে জিপি এ-৫ সহ সাফল্যের সাথে সকলেই পাশ করেছেন। পরীক্ষায় এ ধরনের সাফল্য আসার বিষয়ে কলেজের শিক্ষার্থীরা বলেন, সঠিক ভাবে ক্লাস, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠা আর বাবা-মায়ের আন্তরিক সহযোগিতার ফলে আমাদের সাফল্য অর্জণ হয়েছে।

কলেজ অধ্যক্ষ ফারজানা ফেরদৌসি বলেন, ২০০৪ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হবার পর শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

(একে/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test