E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় বসত বাড়ি দখল ,লুটপাট-ভাংচুর,গ্রেপ্তার ৩

২০১৫ আগস্ট ১৬ ০০:০৮:৫২
শরণখোলায় বসত বাড়ি দখল ,লুটপাট-ভাংচুর,গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলায় একজন দিনমজুরের বসতবাড়ি দখল করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র, প্রার্থনা মন্দির ভাংচুর, জমির দলিল, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ওই রাতে দখলদার পক্ষের দুই মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর দীজেন হাওলাদারের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান শরীফের ছেলে আ. রাজ্জাক ডালিম শরীফের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় বিরোধ চলে আসছে। শুক্রবার গভীর রাতে ডালিমের নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী দীজেনের বাড়ীতে হামলা চালায়। এসময় ওই সন্ত্রাসীরা বসত ঘর দখল করে সংখ্যালঘু ওই পরিবারকে জোরপূর্বক নামিয়ে দিয়ে ঘরের প্রার্থনা মন্দির, আসবাবপত্র ও মূল্যবান মালামাল ভাংচুর করে। তারা নগদ প্রায় ৬০ হাজার টাকা, জমির দলিল ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা পার্শ¦বর্তী সার্বজনীন গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দান বাক্সে থাকা ১০-১৫ হাজার টাকাও লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্তাসহ প্রতিবেশীরা বাধা দিলে তাদেরকে গুলি করে হত্যার হুমকি দেয় ডালিমসহ তার সাঙ্গপাঙ্গরা।

পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গিয়ে দীজেন হাওলাদারের বসত ঘর থেকে ডালিমের মা নূরজাহান বেগম (৫৫), ভাই ছলেমান শরীফ ও তার স্ত্রী লাফছি আক্তারকে (২৫) আটক করে।

অভিযুক্ত ডালিম শরীফের কাছে মুঠোফোনে জানতে চাইলে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ২০১২ সালে দীজেন ওই সম্পত্তি আমার কাছে বিক্রি করলেও দখল বুঝিয়ে দেয়নি। একারণে তার বাবা-মা ওই বাড়ীতে গিয়েছিল।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, হিন্দু ওই পরিবারের বসত বাড়ি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিকভাবে ৩জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(একে/এসসি/আগষ্ট১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test