E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে আড়িয়াল খা নদে ভাঙ্গন, ঘরবাড়ি নদে গর্ভে বিলিন

২০১৫ সেপ্টেম্বর ১০ ১৬:১৪:০১
কালকিনিতে আড়িয়াল খা নদে ভাঙ্গন, ঘরবাড়ি নদে গর্ভে বিলিন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলিপুর গ্রামের আলাউদ্দিন সরদারের মিল ঘরের নদের পাশ থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা আড়িয়াল খা নদের ভাঙ্গনের কবলে পড়ে বহু বাড়িঘরসহ ফসলি জমি বিলিন হয়ে গেছে। বসতবাড়িসহ জমি হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে প্রায় শতাধিক পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা দেখা গেছে, নুরু সরদার, এসকান্দার সরদার, আলাউদ্দিন হাওলাদার, নুরুল ইসলাম বেপারী, ফজলে শিকদারসহ শতাধিক মানুষ নদের পারে দাড়িয়ে কাদঁছে। তারা সব হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে।

রেহেনা বেগম, আমেনা বেগম, হেমায়রা বেগমসহ কয়েকজন গৃহিনী বলেন, আমাদের স্বামীরা হাটে-বাজারে গেলে হঠাৎ নদে ভাঙ্গণ শুরু হয়। তাদের খবর দিতেই ২০/২৫টা বাড়ি নদের গর্ভে চলে যায়। এখন আমাদের খোলা আকাশের নিচে ছাড়া বসবাসের কোন উপায় নাই।

আড়িয়াল খাঁ নদের গর্ভে বসতঘর হারিয়েছে এমন কথা জানালেন শতাধিক পরিবারের। প্রায় ২ কিলোমিটার এলাকার সহস্রাধিক পরিবারের দাবি তাদের জমা-জমি আড়িয়াল খাঁ নদে ভেঙ্গে নিয়ে গেছে।

কালকিনির এনায়েতনগর ইউনিয়নের সমাজসেবক মো. আবু তাহের মিয়া বলেন, আমরা যার যার সমর্থ অনুযায়ী নদী ভাঙ্গণ এলাকায় সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু এখানে সরকারি সাহায্য সহযোগিতার করা জরুরী প্রয়োজন হয়ে পড়েছে।

এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর বিএম খলিলুর রহমান বলেন, আমার ওয়ার্ডের শতাধিক পরিবার এখন গৃহহারা রয়েছে। আর প্রায় সহস্রাধিক পরিবার জমা-জমি হারিয়েছে। তাদের সাহায্য দরকার।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ মারুফ বলেন, জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা না করলে হাজার হাজার পরিবারকে পথে বসে যেতে হবে। আমি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test