E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জ থানার ২ এস আই এবং ৪ কন্সটেবল ক্লোজড

২০১৫ সেপ্টেম্বর ১৮ ২১:৪১:৪১
পীরগঞ্জ থানার ২ এস আই এবং ৪ কন্সটেবল ক্লোজড

ঠাকুরগাও প্রতিনিধি : রেজিষ্ট্রেশন বিহিন মোটরসাইকেল আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে জনতার হাতে মারপিট ও আটক হওয়ার অভিযোগে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানার ২ এস আই  এবং ৪ কন্সটেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন এস আই নুর আলম সিদ্দিকি, এস আই মামুন, কন্সটবল জিওব আহম্মেদ, আব্দুল জলিল, সোহাগ ও মনরঞ্জন। শুক্রবার বিকালে পুলিশ সুপার ফারহাত হোসেন তাদের ক্লোজ করার নির্দেশ দেন।

পুলিশ ও এলাকাবাসি জানায়, জেলার পীরগঞ্জ থানার এস আই নুর আলম এবং এস আই মামুন সহ পুলিশের ৬ সদস্য বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ থানার সীমন্তবর্তী রানীশংকৈল থানার গোগর এলাকায় রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল আটক করে এবং কয়েকজন দালালের মাধ্যমে টাকার নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের মারপিট দিয়ে গোগর স্কুল মাঠে আটক করে রাখে। পরে পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন সহ পাশ্ববর্তী রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত রাত সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে যায় এবং ক্ষমা প্রার্থনা করলে রাত সাড়ে ৮ টার দিকে আটকদের ছেড়ে দেয় জনতা।

বৃহস্পতিবার রাতেই এএসপি(সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থাল পরিদশর্ন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এতে পুলিশ সুপার তাদের ঠাকুরগাও পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন।
পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, আপাতত তাদের ঠাকুরগাও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে অন্যত্র বদলি করা হবে।



(জেএবি/এসসি/সেপ্টেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test