E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সত্যবান হাজং হত্যা মামলার রায় ঘোষণা, সিপিবির আনন্দ মিছিল

২০১৫ অক্টোবর ৩১ ১৬:২২:৩০
সত্যবান হাজং হত্যা মামলার রায় ঘোষণা, সিপিবির আনন্দ মিছিল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলার সদস্য আদিবাসী নেতা কমরেড সত্যবান হাজং হত্যা মামলার রায় গত বৃহস্পতিবার ঘোষনা করায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ করে শনিবার।

দুর্গাপুরের টংক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গন হতে এক বিশাল আনন্দ র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সিপিবি সভাপতি ডাঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রবীণ রাজনীতিবীদ উপজেলা ন্যাপ সভাপতি দূর্গাপ্রসাদ তেওয়ারী,এডভোকেট আঃ গণী,উপজেলা সুজন সভাপতি আয়কর উপদেষ্টা অজয় সাহা,উপজেলা সিপিবি সম্পাদক আলকাছ উদ্দিন মীর,কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম,যুব ইউনিয়ন উপজেলা সম্পাদক জুয়েল রানা,সত্যবানের পিতা তুশীল হাজং প্রমুখ।

উল্লেখ্য,গত ২৩ এপ্রিল ২০০৬ ইং তারিখ উপজেলার লক্ষীপুর গ্রামে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে আদিবাসী নেতা সত্যবান হাজং নৃ-শংসভাবে খুন হয়। সত্যবান হাজং এর পিতা তুশীল হাজং বাদী হয়ে দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামীরা হচ্ছে, রহিম উদ্দিন পিতা মৃত, আসমত আলী, সুরুজ মিয়া পিতা- মৃত,গিয়াস উদ্দিন, কাজীম উদ্দিন, পিতা- আমজাদ আলী, ধীরেশ সাংমা পিতা- মৃত: পরেশ রংদী, সর্বসাকিন বারমারী,উপজেলা - দুর্গাপুর,জেলা- নেত্রকোনা।

দীর্ঘ দশ বছর পর আসামীদের দন্ডবিধি-৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারদন্ড তৎসহ বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন নেত্রকোনার বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ জনাব মোঃ আঃ হামিদ।

(এনএস/এএস/অক্টোবর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test