E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী

২০১৫ নভেম্বর ১৬ ১২:৪৮:৩৬
বড়লেখায় আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী

 বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :ভারতের আসাম রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ বলেছেন, বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। উভয় দেশের মানুষ উপকৃত হবে এমন যে কোন সিদ্ধান্ত নিতে ভারত-বাংলাদেশের কোন দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়।



তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুরের আলিমপুরে নানা-নানীর কবর জিয়ারত করতে এসে চাচাতো বোন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
আসাম বিধানসভার বিধায়ক ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ আরো বলেন, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু, বর্ডার উন্নয়ন, ফোর লেন রোড নির্মাণ, চোরাচালান ও জঙ্গীবাদ রোধসহ বাংলাদেশের সাথে ভারতের যেসব দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়িত হলে এ অঞ্চলে ব্যবসায় বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে। ইতিমধ্যে আসাম সরকার বাংলাদেশের সুতারকান্দির ওপারে বর্ডার ট্রেড সেন্টার চালু করেছে। বড়লেখার বোবারথলের ওপারে ভারতের ফুলকান্দিতে সীমান্ত হাট বসানোর জন্য আসাম সরকারের পক্ষ থেকে প্রস্থাব পাঠানো হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ভারত-বাংলাদেশের হাতে নেয়া অনেক প্রকল্প বাস্তবায়িত হবে। এতে এ অঞ্চলের বিশেষ করে বড়লেখার মানুষজন বেশ উপকৃত হবে। ভারতের আসাম রাজ্যের মন্ত্রীর বড়লেখায় ব্যক্তিগত সফরকালে উপস্থিত ছিলেন হযরত সিলেট সোবহানীঘাট শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতুবল আলম, ব্যবসায়ী আব্দুল কাহার, শাহাব উদ্দিন সিরাজ, ইকবাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, আব্দুল আজিজ প্রমুখ।


(এল এস/বি এইচ ১৬নভেন্বর২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test