E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় প্রবীণদের অধিকার নিয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা

২০১৫ নভেম্বর ২৩ ২২:৫৭:৫৭
নেত্রকোনায় প্রবীণদের অধিকার নিয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা

নিতাই সাহা,দুর্গাপুর(নেত্রকোনা):নেত্রকোনা জেলায় বারসিক নেত্রকোনার আয়োজনে জেলা পরিষদ হলরুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৩ উপজেলার ৩০জন সাংবাদিকদের নিয়ে প্রবীণ অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার বারসিক জেলা সমন্বয়কারী জনাব ইছাক উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান, কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া। দুর্গাপুর, কলমাকান্দা ও নেত্রকোনার ৩০জন সংবাদকর্মীদের নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহায়তায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রবীণ ইস্যুতে সাংবাদিকদের করনীয় কি? সমাজ, রাষ্ট্র ও পরিবারে প্রবীণদের বলিষ্ঠ অংশগ্রহন থাকা সত্বেও কেন তারা সম্মানজনক, কর্মক্ষম এবং স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারছে না এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সংবাদকর্মীদের লেখা এবং প্রবীন বিষয়ে বিভিন্ন রিপোর্টিং প্রদর্শন শেষে কর্মশালার সমাপ্তি ঘটে। প্রশিক্ষনে আলোচক ছিলেন, হেল্প এইজ প্রতিনিধি বেলায়েত হোসেন, পবিত্র মান্দা, বারসিক প্রতিনিধি তোবারক হোসেন খোকন।

উল্লেখ্য যে, সংবাদকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৮% লোকই হচ্ছে প্রবীণ যাদের বয়স ৬০ বা ততর্ধো। ২০৩০ সালে আমাদের দেশে এর সংখ্যা দাঁড়াবে ১১.৭% এবং ২০৫০ সালে তা হবে ২২.৩%। আমাদের লেখনীর মাধ্যমে প্রবীণদের মুল সমস্যা গুলো সমাজের সর্বস্তরে তুলে ধরতে পারলেই কর্মশালার সার্থকতা আসবে।

(এনএস/এসসি/নবেম্বর২৩,২০১৫)



পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test