E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টঙ্গীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয় সরবরাহ বন্ধ

২০১৫ নভেম্বর ২৯ ১৮:১৫:৫৩
টঙ্গীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয় সরবরাহ বন্ধ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গ্যাস সংযোগকালে প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে এ এলাকার বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে তিতাস কর্তৃপক্ষ ও রোডস এন্ড হাইওয়েকে অবহিত না করেই বিএইচআইএস এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাস সংযোগের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে থাকা প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর থেকে প্রধান লাইন থেকে পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএইচআইএস এ্যাপারেলস নামের এই পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার স্টেশনে সংযোগ দেওয়ার জন্য সংযোগটি নেওয়া হচ্ছিল। তবে রোডস এন্ড হাইওয়ে ও তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই এসবি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী কোম্পানি সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার জহির হোসেন পলাতক রয়েছেন। বিএইচআইএস এ্যাপারেলস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করেনি। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায়।

তবে কখন স্থানীয় সংযোগ চালু হবে তা তিতাস কর্তৃপক্ষ জানাতে পারেনি।

(ওএস/এইচআর/নভেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test