E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে বুদ্ধ পুজা ও শিষ্য-শিষ্যা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত

২০১৫ ডিসেম্বর ২৪ ১৭:৪০:০৮
বান্দরবানে বুদ্ধ পুজা ও শিষ্য-শিষ্যা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি :“ বুদ্ধের কি ! জয় ” এই শ্লোগানে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বার্ষিক মহা বুদ্ধ ও গুরু আচরিয়া পুজা এবং শিষ্য-শিষ্যা ভক্তবৃন্দের মহা সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় বুদ্ধ মন্দির হতে বিশাল রথ শোভাযাত্রার আয়োজন করা হয়।

রথ শোভাযাত্রায় রথের উপর চড়ে পুরো বান্দরবান শহর প্রদক্ষিন করেন রাজগুরু বৌদ্ধ ভিক্ষু উ প ঞা ঞা জোতথের ( উচহ্লা ভান্তে )। রথ শোভাযাত্রায় সারা বাংলাদেশের ৫ সহশ্রাধিক বৌদ্ধধর্মাবলম্বী নারী-পুরুষ এবং ভান্তের শিষ্য-শিষ্যারা অংশ নেয়। এ সময় ভক্তরা রাস্তায় ফুল ছিটিয়ে রাজ গুরু বৌদ্ধ ভিক্ষুকে শ্রদ্ধা জানান।

এদিকে বৌদ্ধ সম্মেলন উপলক্ষে সকালে বুদ্ধ পুজা এবং গুরু ভিক্ষু উ প ঞা ঞা জোতথের (উচহ্লা ভান্তে) জন্ম দিন উপলক্ষে গুরু আচরিয়া পুজার আয়োজন করা হয়। এতে পিন্ডদান, প্রদীপ পুজা ও ধর্মদেশনা দেয়া হয়। এই মহা মাঙ্গলিক অনুষ্ঠানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ৫ সহশ্রাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্য লাভের আশায় অংশ নেন।

(এএফবি/এস/ডিসেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test