E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

২০১৫ ডিসেম্বর ৩১ ১৬:৫৪:৫০
বঙ্গোপসাগরে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে জেলে নৌকায় ডাকাতি হয়েছে বৃধবার রাতে। তিন জেলেকে সাগরের একটি চরে নিক্ষেপ করে ৬ জেলে অপহরণ করেছে ডাকাত বাহিনী।  জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চেীধুরী জানান, বুধবার রাত ৮ টার দিকে পায়রা নদীর মোহনায় একটি মাছ ধারার ট্রলারে ডাকাত দল হামলা চালান। ট্রলারটিতে ৯ জন জেলে ছিল। এসময় তারা ট্রলারের ৫০ হাজার টাকার মাছ, ট্রলারের ৬ জন মাঝিসহ ট্রলার নিয়ে চলে যায়। যাওয়ার সময় ওই ট্রলারের জেলে নূর ইসলাম, নজরুল ইসলাম ও মো. হেলাল কে নিকটবর্তী ফাৎরার চরে ফেলে চলে যায়।

একদিন পরে অন্য মাছ শিকাররত অন্য ট্রলারে চরে বৃহস্পতিবার পাথরঘাটা আসলে তাদের ট্রলার মালিক সমিতি আর্থিক সহায়তা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। অপর দিকে ট্রলার সহ অপহৃত ৬ জেলে মো. সেলিম, মোস্তফা, সাইফুল, তসলিম, জামাল এর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

অপহৃত এবং ফেলে যাওয়া ট্রলারের মাঝি ও শ্রমিকের বাড়ি ভোলা সদর উপজেলার রাজারপুর ইউনিয়নে।

এব্যপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, ব্যবস্থা নিচ্ছি।

(এমকে/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test