E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানান চমকে নবীন বরণ, অতিথি মঞ্চে শিক্ষার্থীরা

২০১৬ জানুয়ারি ৩০ ২০:৪৩:৪৫
নানান চমকে নবীন বরণ, অতিথি মঞ্চে শিক্ষার্থীরা

বিশ্বজিৎ দাস : বন্দরের কদম রসুল কলেজের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানের একদিন আগে চমক দেওয়ার ঘোষণা দিয়ে ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার(৩০ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই গোটা অনুষ্ঠান জুড়েই একের পর এক চমক দিয়েছেন তিনি। তার মূল চমকটি ছিল নিজ তহবিল থেকে ১ কোটি টাকা অনুদান সহ মোট ১০ কোটি টাকার উন্নয়নের ঘোষণা। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে কলেজের শিক্ষার্থীদের মঞ্চে উঠিয়ে আসনে বসানো ছিল তার দ্বিতীয় চমক। সেই সাথে যে শিক্ষার্থীটি প্রথম তার কাছে নবীন বরণ অনুষ্ঠান করার দাবি জানিয়ে ছিলেন তাকে সহ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মূল্যবান পুরস্কারের মাধ্যমে তিনি তার তৃতীয় চমকে সবাইকে চমকে দিয়েছেন।

অনুষ্ঠান শুরুর পর উপস্থিত সবাই সেলিম ওসমানের সেই চমককে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা এলআরবি এর আইয়ুব বাচ্চুকে ধরে নিয়ে ছিলেন। কিন্তু অনুষ্ঠানের তৃতীয় ও শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের চমক ছিল আইয়ুব বাচ্চু। অনুষ্ঠানের প্রথম পর্বে চমক হিসেবে তিনি কদম রসুল কলেজে ১০ কোটি টাকার উন্নয়ন ঘোষণা দেন।

প্রথম পর্বের আলোচনা সভা শেষে তিনি অনুষ্ঠানের মূল অতিথিদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। তিনি নিজেও প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিয়ে দ্বিতীয় পর্বের সঞ্চালকের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি একে একে মঞ্চে তুলে আসনে বসান কলেজের শিক্ষার্থীদের। তাদেরকে কলেজের সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরার কথা বলে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

শিক্ষার্থী অতিথিরা বক্তব্য দেওয়ার পর তিনি যে শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে জমকালো নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজে অধ্যয়নরত সেই শিক্ষার্থী সজিবকে একটি ল্যাপটব উপহার দিয়ে তাকে সম্মানিত করেন। এরপর তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ কার্ড ও অতিথিদের আমন্ত্রণ কার্ডের র‌্যাফেল ড্রর ঘোষণা দেন। র‌্যাফেল ড্র এ শিক্ষার্থীদের জন্য ৩টি পুরস্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সবকটি পুরস্কারই একটি করে ল্যাপটব দেওয়া হয়। আর অতিথিদের প্রথম পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি মাইক্রোওভেন ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি রাইস কুকার প্রদান করেন।

তৃতীয় পর্বে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি এর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু উপস্থিত শিক্ষার্থীদের টানা দেড় ঘণ্টা গানে গানে মাতিয়ে তুলেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর শিরীন বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের নাতি আদিয়াৎ জ্জোহায়ের, আজমান হোসেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনারা নাজমীন, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, শামীম আহম্মেদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আফজাল হোসেন, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, আনোয়ার হোসেন, ইসরাত জাহান খান স্মৃতি, রেজওয়ানা হক সুমি, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকুসদ হোসেন, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা আলেয়া বেগম, পলি বেগম প্রমুখ।

(পি/জানুয়ারি ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test