E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে হবে

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ১৯:৪১:৫০
বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে হবে

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও  দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বৃত্তি প্রদান প্রকল্পের সভাপতি আমজাদ হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।

এসময় আরো বক্তব্য রাখেন মাইজপাড়া মাধ্যমিক বিদ্যায়ের প্রাক্তন ছাত্র চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত, সনত কুমার, চন্দ্র শেখর নন্দী প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে হবে। বিশেষ করে প্রতিটি ছাত্রীকে বাল্যবিবাহ থেকে নিজেকে দুরে রেখে সমাজ থেকে বাল্য বিবাহ দুর করতে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্তর সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা দেশবাসীকে উপহার দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এদেশকে একটি সুখি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে আগামী প্রজন্মকে এক একজনকে খাটি দেশপ্রেমীক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনাও করেন জেলা প্রশাসক।

পরে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং ৪২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

(টিএআর/অ/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test