E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হামলা ও লুটপাটের আশংকায় গ্রাম ছাড়ছে নিরীহ মানুষজন

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৮:১২:৫৯
হামলা ও লুটপাটের আশংকায় গ্রাম ছাড়ছে নিরীহ মানুষজন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১২টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও লুটপাটের আশংকায় গ্রামের নিরীহ মানুষজন গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। বর্তমানে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র দোয়া মল্লিকপুর গ্রামের আ’লীগ নেতা মনিরুল ইসলাম সমর্থিত লোকজনদের সাথে পাশ্ববর্তী চর মল্লিকপুর গ্রামের যুবদল নেতা খান মাহমুদ সমর্থিত লোকজনদের মধ্যে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত শনিবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে খান মফিজ হত্যা প্রচেষ্টা ঘটনার প্রত্যক্ষদর্শী খান আলাউদ্দিন (১৬)কে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আহতকে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রবিবার আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। খান আলাউদ্দিন চর মল্লিকপুর গ্রামের ছেকেন খার ছেলে এবং সোনাদাহ-পাচুড়িয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

এ দিকে, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ইমান শেখ, বাদশা শেখ, হাসান শেখ, রবি মৃধা, হাসান মৃধা’র নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রাম দা, ছ্যান দা, কুড়াল, লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে মোরাদ শেখ, মিরান শেখ, ইয়াদুল শেখ, জিয়ারুল শেখ, ইরান শেখ, অবসর প্রাপ্ত সার্জেন্ট ইউনুস আলী, ওহিদুর খান, তৌহিদুর খান, আব্দুর রাজ্জাক খান, দেলোয়ার রহমান, শাহিন খান, আকবর সরদার, কাওছার সরদারের বাড়ি ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।

অবসর প্রাপ্ত সার্জেন্ট ইউনুস আলী’র স্ত্রী লতিফা বেগম, মোরাদ শেখের স্ত্রী রোজিনা বেগম ও বৃদ্ধ আব্দুর রাজ্জাক খান অভিযোগ করে বলেন, ‘মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শাহিদুর ইসলাম, তার ভাই মনিরুল ইসলামের প্রত্যক্ষ মদদে তাদের লালিত সন্ত্রাসীরা এ সব বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। হামলা ও লুটপাটের ঘটনায় কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থরা এ সব ঘটনার প্রতিকার চেয়েছেন’। এ দিকে প্রতিপক্ষের অব্যহত হামলা ও লুটপাটের ভয়ে চর মল্লিকপুর গ্রামের যুবদল নেতা খান মাহমুদ সমর্থিত লোকজনরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে। শুধু তাই নয়, লুটপাটের আশংকায় নিরীহ গ্রামবাসীরা তাদের সহায় সম্পদ দূর আত্মীয়-স্বজনদের বাড়িতে নিয়ে যাচ্ছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘হামলা ও বাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test