E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কচুয়ায় মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন

২০১৬ মার্চ ২৬ ১৩:২০:৪৯
কচুয়ায় মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।

শনিবার সকালে পুস্পমাল্য অর্পণের পর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের শুরুতে ধর্ষণ ও বিদ্যুৎ চুরি মামলার আসামী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগের ২ঘন্টা পর অনুষ্ঠানস্থলে এসে মুক্তিযোদ্ধারা ধর্ষণ ও বিদ্যুৎ চুরি মামলার আসামীকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানোর তীব্র প্রতিবাদ জানান।

কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন বলেন, প্রতিমাসে লাখ-লাখ টাকার বিদ্যুৎ চুরি ও ধর্ষণ মামলার আসামী মাহফুজ নানা অপকর্মের হোতা। মাহফুজের মতো সমাজের নষ্টকীটের হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করনোর ঘটনা কোন মুক্তিযোদ্ধা মেনে নিতে পারে না। সেকারনে উপজেলার সকল মুক্তিয়োদ্ধারা প্রতিবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করেছি। কেন মাহফুজের মতো সমাজের নষ্টকীটের হাত দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করনোর হলো তার বিচার দাবি করছি।

(এসএকে/এস/ মার্চ২৬, ২০১৬ )

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test