E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য উপকরণ বিতরণ

২০১৬ মার্চ ৩০ ১৬:২৩:৫৫
মাগুরা সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ১১৫টি কেন্দ্রের জন্য নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সদর উপজেলা পরিষদ নিলনায়তন থেকে বির্নাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহনে নিয়োজিত কর্মকর্তাদের কাছে এ উপকরণ বুঝিয়ে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বৃস্পতিবার মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বমোট ১১৫ টি কেন্দ্রের জন্য সমান সংখ্যক প্রিজাইডিং অফিসার, ৫১৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩০ জন পলিং অফিসারসহ ১ হাজার ৬৬০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান , ১১৩ সাধারণ কাউন্সিলর ও ৩৯৫ জন মহিলা কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে ১ লাখ ৮০ হাজার ৮৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সদর উপজেলার ১২ ইউনিয়নের সবগুলো কেন্দ্রকেই ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য ৭শ’ পুলিশ ও ২ হাজার আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ৭ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্যসহ মোট ২০ জন সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়া এক প্লাটুন বিজিবি, প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব ও পুলিশের সমস্বয়ে ২০টি মোবাইল টিম, ১২টি ষ্ট্রাইকিং ফোর্স ভোট কেন্দ্র নিয়মিত টহলে থাকবে। এর পাশাপাশি একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি ভ্যাম্যামান আদালত দায়িত্বে নিয়োজিত থাকবে।

(ডিসি/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test