E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে কিশোরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

২০১৬ এপ্রিল ২৬ ১৭:১০:২০
মৌলভীবাজারে কিশোরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় স্থানীয় কয়সর মিয়ার বাসায় সোমবার রাত ১০টার দিকে সপ্না আক্তার (১৪) নামে একগৃহকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক কয়সর মিয়া (৫০) রুবেল মিয়া (২২) জোৎসনা বেগম (৪৫) ও বাড়ির কাজের লোক জাহির মিয়াকে আটক করেছে পুলিশ। হতভাগা কিশোরীর পিতার নাম ফারুক মিয়া(৫০) তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর থানার পূর্বভাগ গ্রামে।

নিহত সপ্না আক্তার কয়সর মিয়ার ঘরে গৃহকর্মী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলো বলে জানিয়েছেন গৃহকর্তার মেয়ে রুজিনা আক্তার। তিনি জানান সোমবার বিকেলের দিকে তার মাসহ বাসায় তালা দিয়ে জরুরী প্রয়োজনে শহরের একটি জুয়েলারী দোকানে যান, সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান ঘরের একটি রুমের সিলিং ফ্যানে ওড়না প্যাচিয়ে সপ্না আক্তারের ঝুলন্ত লাশ । পরে কয়সর মিয়ার স্ত্রী জোৎসনা বেগম সপ্না আক্তারের ঝুলন্ত লাশটি নামিয়ে ফেলেন । তবে ঘটনাটি আত্মহত্যা না হত্যাকান্ড তা নিয়ে রয়েছে রহস্য।

এদিকে এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০.৩০ মিনিটের দিকে সরজমিনে গিয়ে দেখা যায় বাসার সামনের সড়কে উৎসুক মানুষের ভীড় । পরে সেখানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল সহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায় এবং পুলিশ বাসাটির নিয়ন্ত্রণ নেয়। বাসার ভিতরে প্রবেশ করে গিয়ে দেখা যায় একটি রুমের মধ্যেখানে সপ্না আক্তারের নিথর দেহ পড়ে আছে এবং কান বেয়ে, গলা দিয়ে রক্ত ঝরছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) অকিল উদ্দিন জানিয়েছেন তারা প্রথমে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের মাধ্যমে ঘটনার খবর পান এবং সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি জানান এটি হত্যাকান্ড না আত্মহত্যা তা প্রাথমিক ভাবে নিশ্চিত না হলেও তদন্ত করে জানা যাবে বিস্তারিত। তিনি জানান এ ঘটনার পিছনে কারন কি কেনইবা একটা অপ্রাপ্ত মেয়ে এরকম ঘটনা ঘটালো সে বিষয়সহ আমরা অনেক বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি ।

(একে/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test