E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, আতঙ্কে জনগণ

২০১৬ মে ২১ ১৬:৩৯:২৮
আগৈলঝাড়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, আতঙ্কে জনগণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশালের আগৈলঝাড়ায় গত তিন দিনে অব্যাহত বর্ষণে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। প্রবল বর্ষণে মাঠের ফসল, পান বরজ, বীজতলা, সবজি ক্ষেত, গাছপালা ও কাঁচা পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ ঘূর্ণিঝড়ে ক্ষয় ক্ষতি কমিয়ে আনতে ও দুর্যোগকালীন সময়ে জনগণকে দ্রুত নিরাপদে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের জন্য ১৯ মে উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছেন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ মন্ডল জানান, বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে কমপক্ষে ৭ হেক্টর জমির আউশের বীজতলা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। কমপক্ষে ৫০ হেক্টর জমির পান বরজ মাটির সাথে মিশে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজি ক্ষেত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরেছে। ঘূর্ণিঝড়ের আতংকে রয়েছে জনগণ। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আবহাওয়ার খবরও পাচ্ছেন না তারা।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ি বিভিন্ন স্থানে ছোটবড় গাছপালা উপড়ে, মাছের ঘের ভেসে, বিভিন্ন স্থানের কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত হয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ হচ্ছে। তবে সার্র্বিক ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

(টিবি/এএস/মে ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test