E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে সরকারি পুকুরের ইজারা বাতিল করে মাছ চাষ

২০১৬ মে ২৫ ১৬:৫৮:২৯
বরিশালে সরকারি পুকুরের ইজারা বাতিল করে মাছ চাষ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকারি পুকুরের ইজারা বাতিল করে ড্যাব ও স্বাচিপের কতিপয় চিকিৎসক নেতা মাছ চাষ করে ভোগবিলাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের। শুধু পুকুরই নয়; মেডিক্যাল কলেজের কয়েক’শ নারিকেল গাছ নামমাত্র মূল্যে ইজারা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মেডিক্যাল কলেজের নার্সিং হোষ্টেল ও ছাত্রবাসের সামনের দুটি পুকুর ছাত্রসংসদের নামে ইজারা দিয়ে দীর্ঘদিন থেকে সংসদের ফান্ডে সমূদয় অর্থ জমা হয়ে আসছিলো। এরইমধ্যে শিক্ষক নেতারা সার্জারী বিভাগের বিভাগীয় প্রধানের চাঁপের মুখে পূর্বের ইজারা বাতিল করে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে অতিসম্প্রতি পুকুরের দখলদারিত্ব নেয়। এরপর স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সহায়তায় সেখানে চুক্তিতে মাছ চাষ করা হয়। এ নিয়ে ছাত্রদের সাথে শিক্ষকদের বিরোধ দেখা দেয়।

সূত্র মতে, মঙ্গলবার ভোরে মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের একটি পুকুরের মাছ ধরেন শিক্ষক নেতারা। এ সময় স্বাচিপ নেতা ও কলেজ অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা, ড্যাব নেতা ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সারফুজ্জামান রুবেলসহ ড্যাব এবং স্বাচিপ পন্থী চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে নেতৃবৃন্দরা পুকুরের মাছ ভাগবাটোয়ারা করে নেয়। বিষয়টি গোপন রাখতে ছাত্রনেতাদের ডেকে কিছু মাছ দেয়ার চেষ্টা চালান শিক্ষক নেতারা।

এসময় ছাত্রনেতারা ছাত্রসংসদের পুকুরের ওই মাছ তাদের না দিয়ে ছাত্রদের জন্য হোষ্টেলের ডাইনিংয়ে দেয়ার কথা বললেও সেখানে দেয়া হয়নি।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের প্রধান অধ্যক্ষ ভাস্কর সাহা বলেন, পুকুরের ইজারা বাতিলের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেয়া হয়েছে। কাউন্সিলের সিদ্ধান্তে শিক্ষকরা মাছ চাষ করেছেন। এখানে কোন দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি।


(টিবি/এএস/মে ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test