E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

২০১৬ মে ২৭ ১৩:৪১:২৪
বাগেরহাটে শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১৪ নং এস পি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডের কুপ্রস্তাব দেওয়াার অভিযোগে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা শিক্ষা অশোক কুমার সমদ্দার অফিসার বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, ১৫ মে স্কুল বন্ধকালীন সময়ে প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন তার সহকারি শিক্ষিকা ফারজানা রহমান বিথীকে অফিসিয়াল কিছু কাজ করতে দেন। স্কুলে কোন ছাত্রছাত্রী ও শিক্ষক না তাকর সুযোগে প্রধান শিক্ষক ফারজানা রহমান বিথিকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় সে একপর্যায়ে শিক্ষিকাকে জাপটে ধরে ।

ওই দিন বিকেলে শিক্ষিকা ফারজানা রহমান বিষয়টি লিখিত ভাবে উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান কে জানান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরের দিন সকালে স্থানীয় জনতা ও ছাত্র-ছাত্রী অভিভবাক বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়ে প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও পুলিশ ঘটনা স্থলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়।

এ ঘটনার ১০ দিন পরে উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, খুলনা, মো. গোলাম মোস্তফা (স্মারক নং-৬৩৭/৫, তারিখ-২৫/৫/১৬) সাক্ষরিত এক স্বারকে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য এর আগেও প্রধান শিক্ষকের নামে একই ধরনের কয়েকটি অভিযোগ ওঠে।



(এসএকে/এস/মে২৭,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test