E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোকালয়ে আটক অজগর সুন্দরবনে অবমুক্ত

২০১৬ মে ২৮ ২০:৫৩:৪২
লোকালয়ে আটক অজগর সুন্দরবনে অবমুক্ত

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট : সুন্দরবন সংলগ্ন বলেশ^র নদীর তীরবর্তী মঠবাড়িয়া উপজেলার ভোলমারার চর গ্রামে জনতার হাতে আটক ১৫ ফুট লম্বা অজগর সাপটি শনিবার বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে বলেশ্বর নদের তীরবর্তী ভোলমারার চর গ্রামের কেওয়া বন থেকে সাপটি আটক করে গ্রামবাসী।

বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন জানান, শুক্রবার বিকেলে স্থানীয় কৃষক রুহুল আমিন কেওয়া বনে সাপটিকে দেখতে পান। খবর পেয়ে গ্রামের লোকজন সাপটিকে আটক করে। পরে স্থানীয় লোকজন সুন্দরবন বিভাগকে খবর দেয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ বলেন, শনিবার বিকালে ১৫ ফুট লম্বা অজগর সাপটিকে রেঞ্জে সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।




(এসএকে/এস/মে২৮,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test