E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে পাচারকালে সাতক্ষীরার বিনেরপোতায় ১৫ রোহিঙ্গা আটক

২০১৬ জুন ০৮ ১৪:৪৯:৩৭
ভারতে পাচারকালে সাতক্ষীরার বিনেরপোতায় ১৫ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে  সাতজন শিশুসহ ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি কক্সবাজার ও চট্রগ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে তারা বুধবার সকালে শহরতলীর বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় নামে সাত শিশুসহ ১৫জন রোহিঙ্গা। এ সময় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে খালেদুর রহমান নামের একজন রোহিঙ্গা দালাল রয়েছে। তিনি বলেন, তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে আটক রোহিঙ্গা সদস্য আনিসুর রহমান জানান, তাদেরকে দালাল খালেদুর রহমান সাতক্ষীরায় চিংড়ি ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে বিসিক শিল্পনগরীতে নিয়ে এসেছে। তিনি আরও জানান, সাতক্ষীরার জনৈক হাসান তাদের কাজ দেবে বলে যোগাযোগ করেছিল। কাজের উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন বলে জানান তিনি।
ওসি আরও জানান তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

(আরকে/এএস/জুন ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test