E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অস্ত্র ও বোমাসহ ৬ জেএমবি ও ২ জামায়াত-শিবিরসহ গ্রেফতার ৮৭

২০১৬ জুন ১২ ১৭:০২:৫১
নওগাঁয় অস্ত্র ও বোমাসহ ৬ জেএমবি ও ২ জামায়াত-শিবিরসহ গ্রেফতার ৮৭

নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় নওগাঁ জেলায় অস্ত্র-গুলি ও হাত বোমাসহ ৬ জেএমবির জঙ্গী ও ২ জামায়াত-শিবিরের ক্যাডারসহ ৮৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।  সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১০জুন থেকে ১৭জুন পর্যন্ত ৮ দিনের সাঁড়াসী অভিযানের এটি ছিল ২য় দিন।

নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে আত্রাই উপজেলার তিলাবাদুরী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মেছের আলীর ছেলে জেএমবি সদস্য আবুল হোসেনকে একটি দেশীয় তৈরি শার্টারগান ও ১২ বোর বন্দুকের দু’রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয় ।

অপর দিকে রাণীনগর থানার পুলিশ উপজেলা চত্বরে মা ফার্নিচারে অভিযান চালিয়ে জেএমবি সদস্য গোলাম কাদের খাজাকে গ্রেফতার করে । এসময় তার দোকান তল্লাশিকালে ২টি ককটেল ও একটি রাম দা উদ্ধার করা হয়। সে উপজেলার আবাদপুকুর বাজারের ্আশরাফ আলীর ছেলে। এছাড়া জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের হযরতপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (৪৮), খেলনা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ওসমান আলী (৫২), জোতওসমান গ্রামের মৃত নফিরউদ্দিনের ছেলে আ. গোফফার (৪৩) ও জয়পুরহাট সদরের হানাইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৩৫)সহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে। আনিছুর ধামইরহাটের মঙ্গলবাড়িতে জনৈক হামিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। আটককৃতরা ২০১৫ সালের নাশকতা মামলার আসামী ও তারা জেএমবি সদস্য বলে পুলিশ দাবী করেছে। নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চৌরাসমাসপুর গ্রামের মৃত খিজরুলের ছেলে শিবির ক্যাডার কাইয়ুম (৩৮), এবং মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী মহাদেবপুর শ্রমিক কল্যাণ শাখার সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন (৪২) কে গ্রেফতার করে। আমজাদ উপজেলার ফাজিলপুর গ্রামের ধনির উদ্দিনের পুত্র। এছাড়াও সর্বমোট বিভিন্ন মামলায় ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গি সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত/পলাতক/চার্জশীটভুক্ত/সন্ধিদ্ধ আসামী গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াসী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার মোজাম্মের হক বিপিএম, পিপিএম নিশ্চিত করেছেন।#

ধামইরহাটে ২শ’ বোতল ফেনসিডিলসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার দিনগত রাত ৯টায় র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার লক্ষীর মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম (৩৫)কে ২শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে। সিরাজুল পতœীতলা উপজেলার শিতল গ্রামের মোঃ ইয়াসিন আলীর পুত্র। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামরা হয়েছে।




(বিএম/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test