E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫

২০১৬ জুন ২১ ২২:০৭:৫৬
গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নলজানী এলাকায় কোজিমা লিরিক গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কারখানার আয়রনম্যান রাশিদা , শ্রমিক সাবিনা , নাজমা ও অজ্ঞাতনামা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের শরীরে রবার বুলেট বিঁধেছে। বাকিদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়,দুপুর ১টার দিকে কারখানার শ্রমিকরা মূলবেতনের শতভাগ ঈদ বোনাসসহ হাজিরা বোনাস ও বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিলে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের মূল বেতনের ৫০ ভাগ এবং ৭০ ভাগ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তারা রাজি হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে এবং কারখানার কাচ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য ও শ্রমিকেরা আহত হন।

দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।



(আরএইচ/এস/জুন২১,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test