E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সবুজকুঁড়ি আসরের ইফতার মাহফিল

২০১৬ জুন ৩০ ১৫:০৬:৪৯
মৌলভীবাজারে সবুজকুঁড়ি আসরের ইফতার মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি :জেলার ঐতিহ্যবাহী আঞ্চলিক শীর্ষ শিশু সংগঠন সবুজকুঁড়ি আসরের উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সূধী বৃন্দের সম্মানে আলোচনা সভা,হামদ নাত'র আসর ও ইফতার মাহফিল ২৯ জুন বুধবার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।

অনুষ্টানে সংগঠনটির শিশু-কিশোর,অভিবাবক,উপদেষ্টাবৃন্দ,সূধীবৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী সহ বিভিন্ন পর্যায়ের প্রায় চার শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্টানটি মিলন মেলায় পরিনত হয়।

সংগটনের সভাপতি সমাজ সেবক সৈয়দ তফাজ্জল হোসেনের সভাপতিত্ত্বে ও কার্যনির্বাহী পরিষদের পরিচালক চিত্র শিল্পী নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্যের ফাঁকে ফাঁকে জাতীয় পর্যায়ে অনুষ্টিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ী সংগঠনের শিশু শিল্পীদের সুন্দর কন্ঠে হামদ/নাত পরিবেশন উপস্থিত অতিথিদের সামনে অন্যরকম এক আবহের সৃষ্টি করে। এতে বক্তব্য রাখেন সংগটনের সিনিয়র উপদেষ্টা বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ সৈয়দ মোঃ কেফায়েতুল্লাহ,সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক ও সংগটনের উপদেষ্টা এডঃ নুরুল ইসলাম শেফুল,সংগঠনের প্রতিষ্টাতা ও দৈনিক বাংলা৭১ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বাংলা নিউজ টোয়েন্টি ফোর’র ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান রাহেল,এসএ টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত,যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মসাহিদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার শ্যমলী পুরকায়াস্থ, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি স,ই সরকার জগলু, সাপ্তাহিক মুক্তকথা’র ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসিন,মিলেনিয়াম টিবির জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খান, এডঃ সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও সংগঠনের ভারপ্রাপ্ত পরিচালক সুমেল আহমদ । প্রতি বছরই সংটনটি সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের সম্মানে এধরনের আয়োজন করে থাকে, সম্পুর্ন ব্যাতিক্রম ও নান্দনিক আয়োজনে এবার ছিলো ইফতার মাহফিলের ১৭তম আসর ।

(একে/এস/জুন৩০,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test