E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোমরপুর সীমান্ত ভারতীয় নিম্নমানের ভাইরাসযুক্ত চিংড়ি পোনা জব্দ

২০১৬ জুলাই ০৩ ২০:০৩:১১
কোমরপুর সীমান্ত ভারতীয় নিম্নমানের ভাইরাসযুক্ত চিংড়ি পোনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের ভাইরাসযুক্ত চিংড়ি (গলদা) পোনা জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তের কোমরপুর এলাকা থেকে তিনটি ইঞ্জিনভ্যানভর্তি ৬ লাখ ৩০ হাজার চিংড়িপোনার রেনু জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৮ বিজিবি’র গোয়েন্দা সদস্য আব্দুল করিম জানান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের কোমরপুর হাজামন মোড়ে অভিযান চালান। এ সময় সেখানে ভারত থেকে অবৈধ পথে আনা তনটি ইঞ্জিনভ্যান ভর্তি চিংড়িপোনা (গলদারেনু) জব্দ করা হয়। তবে, চালকরা ইঞ্জিনভ্যান ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি। আটককৃত চিংড়ি পোনাগুলো কাষ্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে।

তিনি আরো জানান, শীর্ষ চোরাকারবারী আলফা-আলিম সিন্ডিকেট ওই এলাকায় অবৈধভাবে ভারত থেকে চিংড়িপোনাসহ বিভিন্ন মালামাল নিয়ে আসে বলে স্থানীয় এলাকাসূত্রে জানা গেছে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। তথ্য প্রমান পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।

সাতক্ষীরা ৩৮ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চিংড়ি মাছের রেনুর পরিমান ৬ লাখ ৩০ হাজার।




(আরএনকে/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test