E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার কলারোয়ায় বন্দুকযুদ্ধে দুই অস্ত্র ব্যবসায়ি গুলিবিদ্ধ

২০১৬ জুলাই ১৩ ০৯:৫৫:০১
সাতক্ষীরার কলারোয়ায় বন্দুকযুদ্ধে দুই অস্ত্র ব্যবসায়ি গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাইমারি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি তারা অস্ত্র ব্যবসায়ি।এ সময় আহত হয়েছেন দু’ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ দু’ ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।থেকে একটি রিভলবার ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামের রমজান মোল্লাা (৩২) ও কলারোয়ার মাদরা গ্রামের মফিজুল ইসলাম (৩০)। ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন খানের ভাষ্য মতে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কলারোয়া থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস ও সহকারি উপপরিদর্শক জাহিদুল ইসলাম জালালাবাদ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা খবর পান যে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল চোরাকারবারী অস্ত্র বেচাকেনা করছে। তারা রাত দেড়টার দিকে সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশও এ সময় পাল্টা গুলি ছুঁড়লে দুই ব্যক্তি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, দু’টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

তিনি দাবি করেন, আহত রমজান ও মফিজুল ভারত থেকে চোরাপথে অস্ত্র পাচার করে বাংলাদেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা+ মাহাবুবর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত দু'টো মফিজুল ও রমজানকে বাম পায়ের হাঁটুর নীচে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। বুধবার তাদের শরীরে অস্ত্রপচার করা হতে পারে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা ও পুলিশের উপর হামলার ঘটনায় সহকারি উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।


(আরএনকে/এস/জুলাই১৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test